স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:২৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের ক্ষেতলালে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আসলাম হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পৃথক দুটি অভিযোগের একটিতে ৫০ হাজার ও অপরটিতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক
আব্দুল মোক্তাদির এ রায় দেন। রায়ের সময় পলাতক ছিলেন এ মামলার একমাত্র আসামি।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন উপজেলার মামুদপুর-মালিপাড়া গ্রামের
আব্দুল গফুরের ছেলে ।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২
সালের ২ এপ্রিল সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন এক স্কুলছাত্রী।
পথিমধ্যে তাকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে আসামি আসলাম হোসেন। ঘটনার পরদিন ধর্ষণের শিকার
ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন।
মামলাটির তদন্ত ভার পড়ে ক্ষেতলাল থানার এসআই আব্দুর রহিমের ওপর। তদন্ত
করে ২০২২ সালের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে সাক্ষ্য
প্রমাণ শেষে রোববার বিচারক এ রায় ঘোষণা করেন।
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের
বিশেষ কৌঁসুলি (পিপি) রিনাত ফেরদৌসি রিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত
আসামি জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।’
