Logo
Logo
×

সারাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৪৬ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের দাবি, তুচ্ছ ঘটনার জেরে মিয়ানমারের কয়েকজন যুবক ওই প্রবাসীকে হত্যা করেছেন।

মালয়েশিয়ার পোর্ট কেলাং এলাকায় গত ৩০ মে রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মালয়েশিয়া পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করেছে।

নিহত প্রবাসী রমজান হোসেন (২৫) মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ।

নিহত রমজানের বন্ধু মালয়েশিয়া প্রবাসী মো. হানজালা ইসলাম জানান, মালয়েশিয়ার পোর্ট কেলান নামে একটি বান্ডিল কারখানাতে কর্মরত ছিলেন রমজান। কাজের সুবাদে মালিকসহ সকলের সঙ্গেই গড়ে ওঠে সখ্যতা। কাজে দুর্দান্ত হওয়ায় তাকে ওই কোম্পানির মালিক লিডারশিপের দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি মিয়ানমারসহ অন্যান্য দেশের কর্মীরা। সেই থেকেই রমজানের সঙ্গে কয়েকজনের শুরু হয় মনোমালিন্য।

প্রতিদিনের ন্যায় গত শুক্রবারেও কাজ করছিলেন রমজান। সেদিন কারাখানার কাজ করা কয়েকজন মিয়ানমারের যুবকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে কাজ শেষ করে বাসায় ফেরার সময় মিয়ানমারের কয়েকজন যুবক রমজানকে মারধর ও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। আর শনিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন।

রমজানের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘সামান্য বিষয় নিয়েই ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই। দ্রুত ছেলের লাশটি দেশে আনা হোক।’

নিহতের স্ত্রী বলেন, ‘একটু ভালোভাবে বাঁচতে দায়দেনা করে স্বামীকে মালয়েশিয়া পাঠিয়েছিলাম। অনেকদিন যাবৎ সেখানে কাজ পাচ্ছিল না। কিছুদিন আগে কাজ শুরু করেছেন। এখনো সব দেনা শোধ করতে পারি নাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে লাশ দেশে আনার জন্য সব ধরণের সহযোগিতা করা হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম