নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৪৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার নন্দীগ্রামের ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বেলঘড়িয়া-নামুইট সড়কের বেলঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারফুদ্দিন মাহমুদ খান (৫০) উপজেলার ভাটরা ইউনিয়নের বিলসা বেলঘড়িয়া
গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। পেশায় দলিল লেখক শারফুদ্দিন ভাটরা ইউনিয়নের ৮ নম্বর
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল হাকিম রিন্টু জানান, পেশাগত
দায়িত্ব পালন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি
ফিরছিলেন শারফুদ্দিন। তিনি বেলঘড়িয়া-নামুইট সড়কের বেলঘড়িয়া এলাকায় পৌঁছেলে বিপরীত
দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শারফুদ্দিন। স্থানীয়রা
তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, নিহতরে লাশ পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।
