প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা ঝালপুকুর এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পাঁচ লিটার চোলাই মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার এ অভিযান চালানো হয় বলে সোমবার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বেলনা ঝালপুকুর গ্রামের জগেন সরদার (৭০), রনজিৎ সরদার
(৪২), মহাশয় মুর্মু (৩৫), বাপ্পি সরদার (২৮) ও রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁও দমদমা
গ্রামের রফিকুল ইসলাম (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণঘাতী
চোলাই মদ তৈরির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালায়।
এ সময় তিন হাজার পাঁচ লিটার চোলাই মদ এবং পানীয়টি সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন পাত্র
জব্দ করা হয়।
র্যাব বলছে, গ্রেফতার ব্যক্তিরা চোলাই মদ প্রস্তুতকারী ও কারবারি। তারা
দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে বিক্রি
করে আসছিলেন।
র্যাবের ভাষ্য, সম্প্রতি চোলাই মদ সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। একটি
অসাধু চক্র অধিক মুনাফার আশায় এ মাদক কারবার পরিচালনা করে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য
মারাত্মক হুমকি।
