Logo
Logo
×

সারাদেশ

চাঁপাই সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:৩৪ পিএম

চাঁপাই সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ছবি : যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে পাঠোনো হয়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৯ বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন- ফায়েজ (২৮), আজিম সরকার (২৫), মিম খাতুন (১৯), রুস্তুম আলী (৪৪), মোফাজ্জেল হোসেন (৩৫), রত্না আকতার নুপুর (২২), নাদিরা খাতুন (৩৭) ও দুঃখী দাস (৫৫)। আটককৃতরা খুলনা, ঠাকুরগাঁও, রাজশাহী, নারায়ণগঞ্জ, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃত সবাই বাংলাদেশি নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি জানিয়েছে।

তিনি বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে। এরপর পুলিশ তাদের বিএসএফের কাছে হন্তান্তর করে এবং আজ ভোরে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়ার পর আটককৃতদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম