রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য শীর্ষক
চাঁপাইনবাবগঞ্জে সুজনের গোলটেবিল বৈঠক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৪০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার।
বিশেষ অতিথি
ছিলেন সুজনের রাজশাহী মহানগরের সভাপতি পিয়ার বক্স, রাজশাহী জেলার সভাপতি সফিউদ্দিন
আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সহসভাপতি মাসিদুর রহমান ও রাজশাহী জেলা সুজনের সহ-সম্পাদক
ওয়ালিউর রহমান রাজু।
সুজনের কেন্দ্রীয়
সমন্বয়ক দিলিপ কুমার সরকার বলেন, দেশের রাজনৈতিক সংস্কারের মাধ্যমে জাতীয় সনদ তৈরি
করা একান্ত প্রয়োজন। এবিষয়ে সুজন তার চতুর্থ সম্মেলন থেকে এই প্রস্তাবনার বিষয়ে অ্যাডভোকেসি
করে আসছে। সিভিল সোসাইটির আহ্বানের মধ্য দিয়ে আমরা বিগত দিনেও বারবার সোচ্চার ভূমিকা
পালন করেছি।
তিনি বলেন,
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যর ভিত্তিতে দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাষ্ট্রের মৌলিক সংষ্কার
সম্পন্ন করা প্রয়োজন। সে বিষয়ে আপনাদের মতামত ঐকমত্য কমিশনের নিকট উপস্থাপনের জন্য
আজকের এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
জেলা সুজনের
সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল সংষ্কার কমিশনের নিকট প্রস্তাবনার বিষয়ে বলেন, দেশের রাজনৈতিক
দলগুলোর মধ্যে দৃষ্টিগোচর ও প্রকৃত অর্থে গণতান্ত্রিক চর্চা কার্যক্রম হতে নেওয়া প্রয়োজন।
এছাড়া সংষ্কার প্রস্তাবনা অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুবারের পাশাপাশি
সংসদ সদস্যদের তিন বারের বেশি এমপি হওয়ার ক্ষেত্রে বাধ্যকতা থাকা প্রয়োজন। ফলে রাজনৈতিক
দলগুলোতে একক আধিপত্য নিরসন ও দলগুলোর তৃণমূল পর্যায়ে দুনীর্তিমুক্ত হতে সহায়ক ভূমিক
পালন করবে। এছাড়া নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী অথবা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিদ্যমান
রাখার পক্ষে প্রস্তাবনা পেশ করেন। পাশাপাশি সংখ্যাগরিষ্ট সংসদ যেন এই পদ্ধতি বিলুপ্ত
করতে না পারে সে লক্ষ্যে সংবিধানে এবিষয়ে গণভোট ব্যবস্থা প্রবর্তণে তিনি প্রস্তাবনা
পেশ করেন। গোলটেবিল বৈঠকের সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণকারী সংবিধান, নির্বাচন কমিশনসহ মৌলিক
বিষয়গুলোতে দ্রুত সংষ্কার সম্পন্ন করার বিষয়ে মতামত প্রদান করেন।
বৈঠকে মতামত
প্রদান করেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, নাগরিক কমিটির
আহ্বায়ক সৈয়দ হোসাইন আহমেদ বাদশা, মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি সভাপতি আব্দুল আজিজ,
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল, প্রবীন হিতৈষী সংঘের সাধারণ
সম্পাদক আফসার আলী, কৃষি অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, অবসরপ্রাপ্ত
কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারী, জেলা মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুক্তার হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি
ডা. ইসামাইল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক
ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানসহ জেলার
একাধিক নারী উদ্যেক্তা, সংগঠক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
