বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৭:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও ভয় দেখিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে বাবর আলী (৪৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
বাবর আলী উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী। সাত মাস আগে বাবর আলী মেম্বার প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে নিয়ে তাকে ধর্ষণ করেন। আমি শ্রমিকের কাজ করি। কাজের জন্য গত ২ মাস মাদারীপুরে ছিলাম। তিনদিন আগে আমার স্ত্রী মেয়ের গর্ভবতী হওয়ার বিষয় আমাকে জানায়। আমি তিনদিন পর আসার কথা বলি। এরই মধ্যে গত ২৯ মে বাবর আলী আমার স্ত্রীকে ভয় দেখিয়ে প্রতিবন্ধী মেয়েকে সিরাজগঞ্জ মাতৃ সদনে নিয়ে গর্ভপাত করান। বাবর আলী এর আগেও অনেক অপকর্ম করেছেন। অনেক মেয়ের সর্বনাশ করেছে, কিন্তু কোনো বিচার হয়নি।’
অভিযোগের বিষয়ে বাবর আলী বলেন, মেয়েটি তার বাড়ির পাশে হাফিজিয়া মাদ্রাসায় আয়ার কাজ করতো। সেখানে অন্য কারো দ্বারা গর্ভবতী হতে পারে। মেয়ের মা আমার কাছে এসে মেয়েটির সম্পর্কে জানায়। তখন আমি মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই মেয়েটির গর্ভপাত হয়। আমার প্রতিপক্ষ শত্রুরা আমাকে ফাঁসানোর জন্য এ মিথ্যা অপবাদ দিচ্ছে।’
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। ধর্ষণ ও গর্ভপাত সংক্রান্ত বিষয়ে মেয়েটির পরিবার এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
