Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৯:১৬ পিএম

সোনারগাঁয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

সোনারগাঁয়ে পরিবেশ দিবস উদযাপন। ছবি: যুগান্তর

‘প্লাস্টিক বর্জন করার এখনই সময়’ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক পণ্য পলিথিন বর্জন ও গাছ লাগানোসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সোনারগাঁ উপজেলা পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সংস্থা। 

বৃহস্পতিবার পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক প্রচার র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। 

এ সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন জেলা পরিবেশ অধিদপ্তর, মিশন গ্রীন বাংলাদেশ, গ্রীন ও ক্লিন সোনারগাঁ ও বেলা সংস্থাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সভাপতি ও আহ্বায়ক  ফজলুল হক ভূঁইয়া, মহাসচিব মিজানুর রহমান, মোহাম্মদ আরিফুর রহমান, সাংবাদিক মো. শাহজালাল, সাংবাদিক মো. মোক্তার হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বিনামূল্যে জনসাধারণের মাঝে বিতরণ করা হয় মেহগনি, আম, জাম, শিমুল, কড়াই, কাঁঠাল ও বনজসহ বিভিন্ন ঔষধি গাছ।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম