Logo
Logo
×

সারাদেশ

ঈদগাহে যাওয়ার পথে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১২:০৬ পিএম

ঈদগাহে যাওয়ার পথে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

ঈদের নামাজে অংশ নিতে বাবা-ছেলে বের হন বাড়ি থেকে। পথিমধ্যে ঘটল বিপত্তি। অজ্ঞাত যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাবা ও ছেলে।

শনিবার সকালে বগুড়ার শাহাজানপুরের নয়মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ার আবদুর রাজ্জাকের ছেলে নাবিল পরিবহণের চালক চাঁন মিয়া (৩৫) ও তার চার বছরের ছেলে আবদুল্লাহ। 

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বামুনিয়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করতে চাঁন মিয়া শনিবার সকাল ৭টার দিকে ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা নয়মাইল এলাকায় লাফিয়ে মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে পার হন। এরপর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে অজ্ঞাত যান তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।

এ খবর বাড়িতে পৌঁছালে স্বজনরা আহাজারি করতে থাকেন। তাদের মৃত্যুতে শুধু ওই পরিবারে নয়, পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্সপেক্টর আজিজুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যান ও এর চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় পরিবহণ আইনে মামলা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম