আম ক্রেতা-বিক্রেতাদের কাছে কমিশন নেবে রাজশাহী বিভাগের আড়তদাররা
গোমস্তাপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সোমবার থেকে আম ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি ৩ টাকা হারে কমিশন নেবে রাজশাহী বিভাগের আম আড়তদাররা।
রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুর আম আড়তদার সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত রাজশাহী বিভাগীয় আম আড়তদার ও ব্যবসায়ী সমিতির এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভা শেষে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ জুন (বৃহস্পতিবার) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত রাজশাহী অঞ্চলের আমচাষি, ব্যবসায়ী ও আড়তদার নেতাদের সভায় আড়তদারদের আম ক্রেতা-বিক্রেতাদের কাছে কোনো কমিশন না নেওয়ার প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। সোমবার থেকে আম ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি ৩ টাকা করে কমিশন নেওয়ার কথা ঘোষণা করা হয়। কমিশন আদায়ে কোনো প্রকার বাধা দেওয়া হলে আড়তগুলোতে আম ক্রয়-বিক্রয় বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়।
রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- সংগঠনের আহ্বায়ক কানসাট আমবাজার আড়তদার সমিতির সভাপতি আবু তালেব, সদস্য সচিব ও নওগাঁর সাপাহার আমবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হাসান রিফাত ও সহসভাপতি জয়নাল আবেদীন।
এ সময় শিবগঞ্জ, কানসাট, ভোলাহাট ও সাপাহার আমবাজারের আড়তদাররা উপস্থিত ছিলেন।
