Logo
Logo
×

সারাদেশ

আদায় করা অতিরিক্ত ভাড়ার ২০ হাজার টাকা ফেরত পেলেন যাত্রীরা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:১০ পিএম

আদায় করা অতিরিক্ত ভাড়ার ২০ হাজার টাকা ফেরত পেলেন যাত্রীরা

জয়পুরহাটে সেনা অভিযানে ঢাকাগামী বিভিন্ন পরিবহণের বাস যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা অতিরিক্ত ভাড়ার ২০ হাজার টাকা ফেরত পেয়েছেন প্রায় ১০০ বাসযাত্রী।

জয়পুরহাটে বিভিন্ন পরিবহণের কাউন্টারগুলো থেকে ঈদের ছুটিতে বাড়ি আসা ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে কৌশলে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রির মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে অভিযানে নামে জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।

তারা জয়পুরহাট-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকা-জয়পুরহাট যাতায়াতকারী হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, এসআর ট্রাভেলস, অরিন এন্টারপ্রাইজ, আহাদ এন্টারপ্রাইজ ইত্যাদি পরিবহণের বাসযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতার প্রমাণ পান। সঙ্গে সঙ্গে ওই রাতেই সংশ্লিষ্ট পরিবহণের (বাস) মালিকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার ২০ হাজার টাকা আদায় করে প্রায় ১শ বাস যাত্রীর হাতে ওই টাকা ফেরত দিয়েছেন সেনা সদস্যরা। 

জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মেরাজ হোসেন বসুনিয়া জানান, পরিবহণ কর্তৃপক্ষের ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম