Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:০০ পিএম

স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এ্যারনদহ মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনা ঘটে বুধবার গভীর রাতে।

গুরুতর আহত অবস্থায় স্বামী মোতালেব হোসেন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন। 

সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, রায়গঞ্জ উপজেলার এ্যারনদহ মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে রোজিনা খাতুনের (২৩) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সলঙ্গার বামনভাগ গ্রামের মোখছেদ আলী শেখের ছেলে মোতালেব হোসেনের। বিয়ের পর থেকেই রোজিনা শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে পারছিলেন না। অবশেষে স্বামী মোতালেবকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তাদের সংসারে ৮ মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

তিনি জানান, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চরমে ওঠে। এরই জেরে বুধবার রাতে মোতালেব হোসেন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রোজিনার গলা কেটে হত্যা করেন এবং পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর সকালে সলঙ্গা থানা পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত রোজিনার বাবা আব্দুল আজিজ বাদী তার মেয়ের জামাই মোতালেব হোসেনর বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি হুমায়ুন কবীর আরও জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কক্ষে সলঙ্গা থানা পুলিশের নজরদারিতে রয়েছে চিকিৎসাধীন ঘাতক মোতালেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম