Logo
Logo
×

সারাদেশ

রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর, গ্রেফতার ২

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:১২ পিএম

রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর, গ্রেফতার ২

ভাঙচুরের পর রবীন্দ্র কাছারি বাড়ি। ছবি: যুগান্তর

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত হলো- রূপপুর গ্রামের আব্দুস সালাম (৩৫) ও মনিরামপুর গ্রামের সারফুল রহমান রত্ন (২২)। এদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান ও শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান। 

এ কমিটি বৃহস্পতিবার সকাল থেকে তদন্তের কাজ শুরু করেছে। প্রথম দিন তারা ঘটনাস্থল পরিদর্শন ও শাহজাদপুরের রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী ও সুধী মহলের সাক্ষাৎকার গ্রহণ করেন।

শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, গত ১০ জুন রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা এখনো বলবৎ রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থীকে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। 

গত ৮ জুন দুবাই প্রবাসী শাহনেওয়াজ নামের এক দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে এসে মোটরসাইকেলের পার্কিং টিকিট ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে তাকে আটকে মারপিট করে। এ ঘটনায় ১০ জুন সকালে তার সমর্থকরা রবীন্দ্র কাছারি বাড়িতে ঢুকে অফিস কক্ষ ও অডিটোরিয়ামের দরজা, জানালা, আসবাবপত্র ভাঙচুর করে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম