Logo
Logo
×

সারাদেশ

মেম্বারের মারধরের দুই দিন পর জেলের মৃত্যু, ময়নাতদন্তে রাজি না পরিবার

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:৫১ পিএম

মেম্বারের মারধরের দুই দিন পর জেলের মৃত্যু, ময়নাতদন্তে রাজি না পরিবার

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মো. জসিম উদ্দিন মোল্লার দুই দফায় মারধরের দুই দিন পর জেলে ওবায়দুল হাওলাদার (৪০) মারা গেছেন। বুধবার রাতে তিনি মারা যান।

অভিযোগ রয়েছে, এ ঘটনা ধামাচাপা দিলে ইউপি সদস্য জসিম মোল্লা পরিবারের সঙ্গে টাকার বিনিময়ে আঁতাত করছেন। এ নিয়ে দিনভর চলছে নাটকীয়তা। পুলিশ লাশের ময়নাতদন্ত করতে চাচ্ছে কিন্তু পরিবার ময়নাতদন্ত করতে রাজি না।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকালে পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বরগুনা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বলে দাবি করেন স্ত্রী মিলি বেগম। ওবায়দুল হাওলাদারের লাশ এখনো থানায় রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার চরপাড়া এলাকায়। ওই দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লাশ  পুলিশ পাহারায় ওই বাড়িতে আছে।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল বলেন, এ বিষয়ে কোনো আবেদন পাইনি। তবে পুলিশ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবেন। যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু না।

জানা গেছে, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত ৫ জুন জেলেদের চাল বিতরণ করা হয়। ওই সময় জেলে ওবায়দুল হাওলাদারকে ইউপি সদস্য জসিম মোল্লা চাল দেননি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য ওই দিন তাকে মারধর করে। পরে ইউপি সচিব ইমরান মাস্টার রোল দেখে তাকে চাল দেন। এর জের ধরে গত সোমবার নতুনবাজার এলাকায় পেয়ে ইউপি সদস্য জসিম মোল্লা জেলে ওবায়দুলকে দ্বিতীয় দফায় মারধর করেন।

এ ঘটনায় ওবায়দুল তালতলী থানায় অভিযোগ দেন। বুধবার রাতে ওবায়দুল অসুস্থ হয়ে বাড়িতে মারা যান। বৃহস্পতিবার দুপুরে সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী) সার্কেল মো. তারিকুল ইসলাম মাসুদ ও তালতলী থানার ওসি মো. শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের অভিযোগ মারধরের ঘটনায় ওবায়দুল মারা গেছেন।

এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা উঠেপড়ে লেগেছেন। তিনি (ইউপি সদস্য) ওবায়দুল হাওলাদারের পরিবারকে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অপরদিকে ওবায়দুলের পরিবার তার লাশের ময়নাতদন্ত করতে রাজি না; কিন্তু পুলিশ ময়নাতদন্ত ছাড়া লাশের দাফন করতে রাজি না। এমন পরিস্থিতিতে ওই দিন বিকালে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফন করতে বরগুনা জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনভর চলছে নানা নাটকীয়তা।

স্থানীয় হানিফ মিয়া ও  নুর আলম মুন্সি বলেন, জেলে ওবায়দুলের নাম মাস্টার রোলে থাকা সত্ত্বেও ইউপি সদস্য জসিম মোল্লা তাকে চাল দেননি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় মারধর করেছেন। এর জের ধরে গত সোমবার নতুনবাজার এলাকায় ওবায়দুলকে পেয়ে ইউপি সদস্য আবারও মারধর করেছেন।

ওবায়দুল হাওলাদারের স্ত্রী মিলি বেগম বলেন, আমার স্বামীকে ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা দুই-দুইবার মারধর করেছেন। এখন কিভাবে মারা গেছেন আমি জানি না? আমি আল্লাহর কাছে এর বিচার চাই।

ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা বলেন, জেলে ওবায়দুল আমার বিরুদ্ধে বিভিন্ন স্থানে অশ্লীল কথাবার্তা বলে বেড়াতেন। তাই আমি তাকে দুই-একটি ধাক্কা ও চড়-থাপ্পড় মেরেছি। তবে আমার মারধরে জেলে ওবায়দুল মারা যাননি। তিনি বাড়িতে স্ট্রোক করে মারা গেছেন।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে জেলে ওবায়দুল পুলিশের কাছে অভিযোগ দিয়েছিল। পুলিশ আমাকে ডেকেছিল বিষয়টি মীমাংসা করতে।

বড়বগী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেন বলেন, ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা গত সোমবার এক জেলেকে চাল দেওয়ার ঘটনা নিয়ে মারধর করেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম বলেন, আহত ওবায়দুল হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তালতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, চাল দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য জসিম মোল্লা জেলে ওবায়দুলকে মারধর করেছে। গতকাল রাতে তিনি মারা গেছেন।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত ছাড়া দাফন করতে দেওয়া যাবে না। তবে পরিবারের লোকজন বরগুনা জেলা প্রশাসকের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। জেলা প্রশাসকের অনুমতি পেয়ে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হবে, নইলে ময়নাতদন্ত করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসা. উম্মে সালমা বলেন, ইউপি সদস্যের মারধরে এক জেলে অসুস্থতার কথা শুনেছি। তারপরের ঘটনা জানি না। এখন শুনতে পাচ্ছি তিনি মারা গেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম