Logo
Logo
×

সারাদেশ

কামলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, হাতবোমা নিক্ষেপ

Icon

মহম্মদপুর (মাগুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:৫৯ পিএম

কামলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, হাতবোমা নিক্ষেপ

মাগুরার মহম্মদপুরে জমিতে কাজ করার জন্য কামলা ঠিক করাকে কেন্দ্র করে দুইপক্ষে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত, বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া উভয়পক্ষের ১০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চর-যশবন্তপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরেজমিন জানা যায়, চর যশবন্তপুর গ্রামে কুদ্দুস মোল্যা ও সাহেব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে সাহেব মোল্যার দুইজন সমর্থককে কুদ্দুস মোল্যা কামলা নিয়েছিল; কিন্তু কামলারা কাজ করতে গেলে তাদের কাজে নেবে না বলে জানিয়ে দেয়। কামলারা বিষয়টি সাহেব মোল্যাকে জানালে কুদ্দুসকে ডেকে এনে পান্নুর বাড়িতে আটকে মারধর করে। পরে কুদ্দুস মোল্যা দৌড় দিয়ে জালাল মোল্যার ছেলে দুলালের বাড়িতে আশ্রয় নেয়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয়পক্ষ সংগঠিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অহিদ (৩০), মাহাবুর রহমান (৩৫), কুদ্দুস মোল্লা ( ৪৫), পান্নু মিয়া (৪৮), শহিদ মোল্লাকে (৪০) ঢাকা মেডিকেল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম