Logo
Logo
×

সারাদেশ

ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

Icon

গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:০০ এএম

ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করায় গলাচিপা নিজ এলাকায় ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। 

বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এসে মিছিল শেষ হয়। 

মিছিল শেষে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, সহসভাপতি আব্দুস ছালাম মৃধা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, প্রচার সম্পাদক মুশকিুকর রহমান রিচার্ড, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম