Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:১১ পিএম

রাজশাহীতে বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবন বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা। 

শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

এর আগে নন্দনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয়ে যেতে না দেওয়ার অভিযোগে গত বুধবার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। 

এর প্রতিবাদে পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিশুদেরও আনা হয়। 

বক্তারা বলেন, আওয়ামী লীগৈর দোসর নন্দনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয় বানিয়েছিলেন। শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিদিন চলতো আওয়ামী লীগের মিছিল মিটিং আর বিএনপি নিধনের পরিকল্পনা।

তারা দাবি করেন, গত ৫ আগস্টের পরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি। এরই জেরে বিএনপির ত্যাগী নেতা জুম্মাকে বহিষ্কার করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা ঘোষণা দেন।

বহিস্কৃত বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, আমাকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়াছে। এটি খুবই দুঃখজনক। আওয়ামী লীগের দোসরদের পূর্নবাসন করতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই।

গত বুধবার দল থেকে আজীবন বহিষ্কারের পরও সেদিনই বিকেলে আনোয়ারুল ইসলাম পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম