বোয়ালমারীর পর্নোগ্রাফি চক্রের প্রধান বদিউল গ্রেফতার
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের বোয়ালমারীতে পর্নোগ্রাফি চক্রের প্রধান বদিউল আলম তুহিন সরকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এক প্রবাসীর স্ত্রীকে পর্নোগ্রাফির ভয় দেখিয়ে প্রায় বারো লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে কুমিল্লা সদরের হাউজিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ।
গ্রেফতার বদিউল আলম কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের শাহ আলমের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন থেকে পারিবারিকভাবে পরিচিত তানিয়া খানম নামে এক নারী ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে সেই ভিডিও সুপার এডিট করে অশ্লীল ভিডিও তৈরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত বছরের ২২ ডিসেম্বর বোয়ালমারী থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
পুলিশ জানায়, পর্নোগ্রাফি ও প্রতারণায় জড়িত এই চক্রের সদস্যরা হল- ফরিদপুরের গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে সেলিম খান ওরফে সুমন শিকদার, তার স্ত্রী ফারজানা বেগম, নয়নীপাড়া গ্রামের মুক্তার মোল্লার ছেলে মুজাহিদ, কাশিয়ানী উপজেলার আদর্শ গ্রামের ইউসুফ খানের মেয়ে তানিয়া খানম এবং আলফাডাঙ্গা উপজেলার শিকিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার মেয়ে কাকলী বেগম।
বোয়ালমারী থানার এসআই শামীম দেওয়ান বলেন, ছয় মাস ধরে প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে অবশেষে মূল হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর আগে মামলার অন্য আসামিদের মধ্যে কাকলী বেগম, তানিয়া খানম ও মুজাহিদকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
