রবীন্দ্র কাছারিবাড়িতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, গ্রেফতার ৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
হামলা ভাংচুরের দুইদিন পর শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এক দর্শনার্থীর হাতে প্রবেশ টিকেট দিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম দর্শনার্থীদের জন্য রবীন্দ্র কাছারিবাড়ি উন্মুক্ত করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রত্বতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন, প্রত্বতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (রাজশাহী-রংপুর বিভাগ) সাইফুর রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার মুশফিকুর রহমান, শাহজাদপু থানার ওসি আসলাম আলী, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত, সঙ্গীত শিল্পী বায়জিদ হোসেন প্রমুখ।
আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র কাছারিবাড়ির মূল ভবন জাদুঘরে কোনো প্রকার হামলা ভাংচুরের ঘটনা ঘটেনি। যাদুঘরটি সম্পূর্ণ অক্ষত আছে। হামলা হয়েছে মূলত কাছারিবাড়ি জাদুঘরের পাশে অবস্থিত রবীন্দ্র অডিটোরিয়ামে। সেটাও কাছারিবাড়িকে টার্গেট করে নয়। বরং প্রবেশ বা মোটরসাইকেল পার্কিংয়ের টোকেন নিয়ে এক প্রবাসী দর্শনার্থীর সাথে কাছারিবাড়ির স্টাফদের ব্যাক্তিগত অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে।
তিনি বলেন, কোনো মৌলবাদ বা কোন রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেনি। এখন রবীন্দ্র কাছারিবাড়িতে আর কোনো নিরাপত্তার ঘাটতি নেই।
এ সময় তদন্ত কমিটির প্রধান প্রত্বতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শিগগিরই ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি হবে। তদন্ত রিপোর্ট দেখে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, রবীন্দ্র কাছারিবাড়িতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে শাহজাদপুর থানা পুলিশ ও যৌথবাহিনী পৃথকভাবে শাহজাদপুরের বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করেছে।
এদিকে রবীন্দ্র কাছারিবাড়ির নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক জোরদার করা হয়েছে। এখন থেকে পুলিশের একজন এসআই, ৪জন কন্সটেবল, ৪জন আনসার ও ৪ জন গ্রামপুলিশ সার্বক্ষণিকভাবে নিরাপত্তার দায়েত্বে নিয়োজিত থাকবেন।
অপরদিকে রবীন্দ্র কাছারিবাড়ি খুলে দেওয়ার পর সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল খুরর্শিদ আলম মূল কাছারিবাড়ি যাদুঘর পরিদর্শন করেন। এছাড়া তিনি কাছারিবাড়ির নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
