ইউপি সদস্যের মারধরে নিহত
অবশেষে তালতলীর সেই জেলের লাশের ময়নাতদন্ত
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৪:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
অনেক নাটকীয়তার পর অবশেষে তালতলীর বড়বগী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন মোল্লার দুদফা মারধরে নিহত জেলে ওবায়দুল হাওলাদারের লাশের ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে তালতলী থানা পুলিশ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার বড়বগী ইউপি কার্যালয়ে গত ৫ জুন জেলেদের চাল বিতরণ করা হয়। ওই সময় জেলে ওবায়দুল হাওলাদারকে ইউপি সদস্য জসিম মোল্লা চাল দেয়নি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য ওইদিন তাকে মারধর করেন। এরপর গত সোমবার নতুন বাজার এলাকায় পেয়ে ইউপি সদস্য জসিম জেলে ওবায়দুলকে দ্বিতীয় দফায় মারধর করেন। পরে ওবায়দুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এরপর ইউপি সদস্যের মারধরের বিচার চেয়ে ওবায়দুল তালতলী থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। বুধবার রাতে ওবায়দুল অসুস্থ হয়ে বাড়িতে মারা যান।
এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে ইউপি সদস্য জসিম ওঠে পড়ে লেগেছেন। তিনি ওবায়দুল হাওলাদারের পরিবারকে টাকার বিনিময়ে ম্যানেজ করেন এমন অভিযোগ স্থানীয়দের। ফলে ওবায়দুলের পরিবার তার লাশের ময়নাতদন্ত করতে রাজি হয়নি।
বৃহস্পতিবার রাত থেকে ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা পলাতক রয়েছেন বলে জানান স্থানীয়রা।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, নিহত জেলে ওবায়দুল হাওলাদারের লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়।
