Logo
Logo
×

সারাদেশ

কিশোরীকে মোবাইল টাওয়ারে উঠিয়েছে ‘‌জিন’!

Icon

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:২৬ পিএম

কিশোরীকে মোবাইল টাওয়ারে উঠিয়েছে ‘‌জিন’!

পটুয়াখালীর দশমিনায় মোসা. সিমা নামে এক কিশোরীকে টাওয়ার থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সিমাকে ‘জিন’ টাওয়ারে উঠিয়ে রেখে গেছে- এমন দাবি করে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ও পোস্ট করেন।

রোববার দুপুরে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি মোবাইল অপারেটরের টাওয়ারের চূড়া থেকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে দশমিনা ফায়ার সার্ভিস।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি দল অংশ নেয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার অভিযান দেখতে সেখানে অনেক মানুষ ভিড় করেন।

উদ্ধার হওয়া সিমা (১৫) ওই গ্রামের মো. জাহাঙ্গীর সন্নামতের কন্যা।

দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস বেলা সাড়ে ১১টার দিকে ৮ সদস্যের টিম নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘণ্টাব্যাপী অভিযান শেষে ওই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কিশোরী সিমা মানসিক সমস্যায় ভুগছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম