Logo
Logo
×

সারাদেশ

কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৭:০২ পিএম

কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আবদুল হাকিম নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। 

রোববার দুপুরে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল হাকিম রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার বাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ৯ থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত অবস্থায় হাজির হয়ে আবদুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এরপর তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই আবদুল হাকিমের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, কে বা কারা, কেন ঘটনাটি ঘটিয়েছে তা কিছুই জানা যায় নি। 

চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি; কিন্তু স্থানীয়রা সঠিক তথ্য দিতে না পারায় এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না। লাশের সন্ধান এখনো পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম