Logo
Logo
×

সারাদেশ

ফুলবাড়ীতে পিকআপচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:১৯ এএম

ফুলবাড়ীতে পিকআপচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই উপজেলার মোতালেব হোসেন (৩৩)৷

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন সাজু ও মোতালেব। তারা ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী। আহত হন মোটরসাইকেলে থাকা আরেকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম