Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় পানি বৃদ্ধি, ডুবে গেছে চরভদ্রাসনের ৭শ একর জমির বাদাম

Icon

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম

পদ্মায় পানি বৃদ্ধি, ডুবে গেছে চরভদ্রাসনের ৭শ একর জমির বাদাম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে গত এক সপ্তাহে জোয়ারের পানি আকস্মিক বেড়ে যাওয়ার ফলে চরাঞ্চলের ৭শ একর জমির বাদাম ডুবে গেছে।

পদ্মা নদীর পাড় ঘেঁষে নিচু জমিতে আবাদ করা বাদামের পাশাপাশি পাকা ও আধপাকা তিলও প্লাবিত অবস্থায় রয়েছে। এতে উপজেলার চরাঞ্চলের কৃষকরা এ বছর ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার পদ্মার চরাঞ্চল ঘুরে জানা যায়, উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে পদ্মা পারে চরকল্যাণপুর মৌজা, দিয়ারা গোপালপুর মৌজা ও ঝাউকান্দা চরের প্রায় ৫শ একর জমির বাদাম ও তিল ফসল ডুবে গেছে। এছাড়া উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে পদ্মাপারের আরজখার ডাঙ্গী ও চর শালেপুর মৌজার প্রায় ৫০ একর জমির ফসল এবং গাজীরটেক ইউনিয়নের মাঝি ডাঙ্গী, বঙ্গেশ্বর ডাঙ্গী, জয়দেব সরকার ডাঙ্গী গ্রামের আরও ৫০ একর বাদাম ও তিল ফসল ডুবে গেছে।

পদ্মার পানি বৃদ্ধির ফলে একই সাথে চরভদ্রাসন সদর ইউনিয়নের আ. গফুর মৃধা ডাঙ্গী গ্রাম, কামার ডাঙ্গী ও মাথাভাঙ্গা গ্রামের আরও ১০০ একর জমির বাদাম ডুবু ডুবু অবস্থায় রয়েছে বলেও জানা যায়। এসব মাঠে নারী-পুরুষ মিলে পানির নিচ থেকে বাদাম তুলছেন। কিন্তু পানিতে ডুবে যাওয়া বাদামের বাজার মূল্য খুবই কম বলে ক্ষতিগ্রস্তরা হতাশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের দিয়ারা গোপালপুর মৌজার ক্ষতিগ্রস্ত কৃষক আবেদ আলী (৫৫) বলেন, শুষ্ক মৌসুমে নিজেদের সমস্ত পুঁজি খাটিয়ে প্রায় ১৮ বিঘা জমিতে বাদাম আবাদ করেছিলাম। মাঠের বাদাম ফসলগুলো প্রায় পাকা পাকা অবস্থায় চলে আসছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে পদ্মা পারে অকাল বন্যা দেখা দেওয়ায় সমস্ত বাদামের মাঠ ডুবে গেছে। এখন হাঁটু পানির নিচ থেকে পরিবার পরিজন নিয়ে কিছু বিনষ্ট বাদাম উঠাচ্ছি। কিন্তু এসব বাদামের তেমন কোনো বাজার মূল্য পাওয়া যাবে না। 

একই দিন উক্ত ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা জানান, ইউনিয়নের ফসলি জমিগুলো নিচু হওয়ায় ফলে অকাল বন্যায় অন্তত ২ হাজার বিঘা জমির বাদাম ও তিল নষ্ট হয়েছে। পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে চরের কৃষকরা সর্বস্বান্ত হয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান বলেন, অকাল বন্যায় পদ্মাপারে ক্ষতিগ্রস্ত মাঠের জরিপ ও পরিদর্শন কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় এনে তাদের পুনর্বাসনের জন্য সব ব্যবস্থা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম