পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৭:০৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৮) ও আতাউর রহমানের মেয়ে আছিয়া আক্তার (১০)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা ও খেলার সঙ্গী।
স্থানীয়রা জানান, দুপুরে খেলাধুলার একপর্যায়ে পাশের পুকুরে গোসল করতে নামে মিম ও আছিয়া। কিছুক্ষণ পর পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করা হয়। সেখান থেকে তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু দুটির এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে চেতনা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেনের সঙ্গে কথা হয়। তিনি জানান, এটি একটি দুর্ঘটনা। আইনগতভাবে অপমৃত্যু। তবু মানবিকতায় কিছু করা যায় কিনা আমরা ভাবছি।
