Logo
Logo
×

সারাদেশ

নারীদের লাঠিচার্জের নির্দেশ দিয়ে প্রত্যাহার গোমস্তাপুর থানার ওসি

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

নারীদের লাঠিচার্জের নির্দেশ দিয়ে প্রত্যাহার গোমস্তাপুর থানার ওসি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরোধপূর্ণ জমিতে মেশিন দিয়ে ধানকাটা দেখতে যান ওই এলাকার নারীরা। বিনা উসকানিতে তাদের ওপর লাঠিচার্জ করার অভিযোগে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানা গেছে, গত ১ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামে একটি বিরোধপূর্ণ জমিতে ধান কাটা যন্ত্রের সাহায্যে কাটা দেখতে যান নারীরা। সেখানে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়ে ১১ নারী আহত হন।

গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীনের নির্দেশে এই লাঠিচার্জে নেতৃত্ব দেন একই থানার সাবেক এসআই আজিম। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নির্মম লাঠিচার্জের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয় এসআই আজিমকে।

এরই ধারাবাহিকতায় ওসি রইসউ দ্দিনকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি তিনি গোমস্তাপুর থানায় যোগদান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম