Logo
Logo
×

সারাদেশ

আগৈলঝাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম

আগৈলঝাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে প্রকাশ্যে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। এ ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ কটূক্তিকারী তমাল বৈদ্যকে বুধবার রাতে গ্রেফতার করেন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের তাপস বৈদ্যের ছেলে তমাল বৈদ্য যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করেন। 

এ ঘটনা নিয়ে স্থানীয় বিএনপির নেতারা একাধিকবার সালিশ-বৈঠকে বসলেও স্থানীয় যুবকদের কারণে মীমাংসা করতে পারেনি। মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে প্রকাশ্যে কটূক্তির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে বুধবার রাতে তৌহিদী জনতা কটূক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হকসহ অনেকে । 

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে থানায় মামলা করেন। পরে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কটূক্তিকারী তমাল বৈদ্যকে বুধবার রাতে গ্রেফতার করেন। 

বৃহস্পতিবার সকালে গ্রেফতার তমাল বৈদ্যকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। 

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মহানবী (সা.) নিয়ে প্রকাশ্যে কটূক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মামলা করলে তাকে বৃহস্পতিবার বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম