সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে: আবদুস সালাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, মানুষ মনে করে বিএনপি হলো সৎ। বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে ১ নম্বর। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে। এখন অন্যরা চুরি করতেছে, আমাদের দু-একটা ছিটেফোঁটা থাকতে পারে; কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এখনো কেউ থেকে থাকেন, তাহলে তাদের বলবেন সাইড লাইনে চলে যাওয়ার জন্য। তারা যেন লিডারশিপের ধারে কাছে না আসেন।
এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম এসব কথা বলেন।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের অনেকেই জানেন, তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে। অনেকের টেলিফোন তারেক রহমান ধরেন না। কাদের টেলিফোন ধরেন না, বুঝে নিয়েন।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। যে হাসিনা মাঝেমধ্যে বলে টুপ করে আইসা পড়বে। সে নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণেই বলি, ড. ইউনূস, আপনাকে এই ষড়যন্ত্রকে থামাতে হবে। নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া ষড়যন্ত্র থামানোর কোনো বিকল্প নেই। সে কারণেই আমরা নির্বাচন চাই।
আবদুস সালাম আরও বলেন, আমরা নির্বাচন চাই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইতে হবে, এজন্য শুধু নির্বাচন চাই না। সেটা তো অবশ্যই চাই। দেশ চালাইতে হলে খালেদা জিয়া, তারেক রহমানের মতোই তো নেতা লাগবে। এটা তো পরিষ্কার, বিএনপি ক্ষমতায় গেলেই আধিপত্যবাদকে রুখতে পারবে। আজকে যে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, সেটিকে সংস্কার করতে পারবে। এজন্যই তো বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমরা দল করি, রাজনীতি করি, হ্যাঁ ক্ষমতায় তো যাবই, ক্ষমতায় যাওয়ার জন্যই তো করি। ক্ষমতায় না গেলে পরিবর্তন হবে কীভাবে।
রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম,বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্যসচিব বায়েজিদ হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল প্রমুখ।
এ সময় রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।
