বিএনপির সম্মেলনগামী মোটরসাইকেল বহরে অভিযান, গ্রেফতার ২
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজেলার কামারখালি টোল ঘরের সামনে উপজেলা বিএনপির সম্মেলনগামী মোটরসাইকেল বহর থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় পুলিশের হ্যান্ডকাপের আঘাতে দুজন জখম হন। এছাড়াও বেশ কয়েকজন লাঠিপেটায় আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে উপস্থিত নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ডুমাইন ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলায় তাদের বেশ কয়েকজন আহত হন। গ্রেফতার করা হয় দুজনকে।
তবে পুলিশ বলছে, সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওপর হামলা মামলার দুই আসামিকে গ্রেফতারের সময় এলোপাতাড়ি দৌড়ঝাঁপে কয়েকজন সামান্য আহত হন।
গ্রেফতার ওই দুজন হলেন- ডুমাইন ইউনিয়নের বিশ্বাসপাড়ার এসএম রাজন (৩২) ও মিল্টন বিশ্বাস (৩২)। এদের মধ্যে এসএম রাজন ডিবি পুলিশের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি। তবে মিল্টন বিশ্বাস ওই মামলার এজাহারভুক্ত আসামি নন। মিল্টনের বড় ভাই কবিরুল বিশ্বাস ওই মামলার একজন এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।
গত ২১ জানুয়ারি ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অভিযান চালায় ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল। এ সময় মাছ বাজারে জুয়া খেলছিল কতিপয় ব্যক্তি। তাদের গ্রেফতার করতে গেলে পালটা হামলায় আহত হন ডিবি পুলিশের সদস্যরা।
এ ঘটনায় ২৩ জানুয়ারি ডিবির এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় এর আগে গত ২২ এপ্রিল শরিফুল শিকদার (৩২) ও রাজিব শেখ (৩৫) নামে দুজনকে গ্রেফতার করে র্যাব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মধুখালীর মডেল স্কুল মাঠে উপজেলা বিএনপির সম্মেলনপূর্ব কর্মিসভায় যোগ দিতে ডুমাইন থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেলের বহর নিয়ে যাচ্ছিলেন নেতাকর্মীরা। পথিমধ্যে কামারখালিতে তেলের পাম্পের সামনে পৌঁছলে ওই বহরের সামনে আওয়ামী লীগের লোকদের অবস্থান করা নিয়ে বিরোধ হয়। এ সময় টোলঘরের সামনে কিছু সময় অবস্থান নেন তারা। এরপর বিবাদ মিটিয়ে আবার রওনা হলে সড়কের বিটের কাছে দাঁড়িয়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা তাদের গতিরোধ করে।
এ সময় সাদা পোশাকধারী সদস্যদের মাথায় দলীয় এক নেতার স্লোগান সম্বলিত টুপি ছিল বলে উপস্থিত নেতাকর্মীদের অভিযোগ। তারা কেউ কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল বহরে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে জখম ও আহত করে। এতে ডুমাইনের বিশ্বাসপাড়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য শহিদুল বিশ্বাসের মাথায় এবং আকাশ নামে অপর যুবকের পিঠে কেটে যেয়ে রক্তাক্ত জখম হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লাঠিপেটায় আরও কয়েকজন আহত হন।
এক বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। বরং ডিবি পুলিশের ওপর হামলা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনার সময় দৌড়ঝাঁপের কারণে কেউ হয়তো সামান্য আহত হতে পারেন।
