Logo
Logo
×

সারাদেশ

মারধর-অর্থ আত্মসাতের অভিযোগে ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৬ পিএম

মারধর-অর্থ আত্মসাতের অভিযোগে ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা

ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন শতবর্ষী এক মা। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমিরুল নেছা (১০০) বাদী হয়েছে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক  মো. রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন।

মায়ের বিরুদ্ধে ছেলের এমন আচরণ মানতে পারছেন না স্থানীয়রা। তারা দোষী ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের বাসিন্দা ও এলজিইডির গাড়িচালক ইউনুস মোল্লা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধ মা আমিরুল নেছা তিন বছর আগে জমি বিক্রি করে তিন লাখ টাকা তার ছোট ছেলে ইউনুছ মোল্লার কাছে জমা রাখেন। গত ১২ জুন চিকিৎসার জন্য এই টাকা চাইতে গেলে ছেলে মায়ের ওপরে ক্ষিপ্ত হন। একপর্যায়ে মাকে লাথি মারে ছেলে ইউনুস মোল্লা। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার দুপরে আদালতে মামলা দায়ের করা হয়।

আদালতে বারান্দা বসে শতবর্ষী মা আমিরুল নেছা বলেন, জমি বিক্রি করে তিন লাখ টাকা আমি আমার ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখি। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমি ওই টাকা চাই যাই। সে টাকা না দিয়ে আমাকে লাথি মারে; এতে আমি আমার ডান পায়ে ব্যথা পাই। কিন্তু এরপরও আমার ছেলে আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাই বাধ্য হয়ে আজ আমি আদালতে মামলা করেছি।

তবে অভিযুক্ত ইউনুস মোল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার মাকে মারধর করেনি। যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন তাকে মারব কেন। আমার অন্য ভাইয়েরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ সোলায়মান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা করতে হয়। তবে আদালত বৃদ্ধা আমিরুল নেছার অভিযোগ আমলে নিয়ে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা আশা করছি ন্যায়বিচার পাব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম