Logo
Logo
×

সারাদেশ

খেলনা পিস্তলসহ ৬ ‘ডাকাত’ আটক

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:২৯ পিএম

খেলনা পিস্তলসহ ৬ ‘ডাকাত’ আটক

ছবি : যুগান্তর

নাটোরের গুরুদাসপুরে খেলনা পিস্তলসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার যোগেন্দ্র নগরের স্লুইসগেট গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর দাবি, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দুধগাড়ী গ্রামের মোবারক হোসেনের ছেলে মবিদুল ইসলাম, হরদমা গ্রামের রওশন আলীর ছেলে মনিরুল ইসলাম, নাজিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে বিপ্লব, নাজিরপুর নতুনপাড়ার কালামের ছেলে কাওছার, একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক ও সিংড়া উপজেলার কালিনগর গ্রামের আব্দুস সালামের ছেলে সূর্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার বিয়াঘাট ইউনিয়নের স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় খেলনা পিস্তলসহ ছয়জন আটক করে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীকে জানায়, ছিনাইয়ের উদ্দেশে অস্ত্রসহ বের হয়েছে তারা।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, সেনাবাহিনী তাদের আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের কাছে প্রাপ্ত পিস্তল খেলনা পিস্তল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম