Logo
Logo
×

সারাদেশ

জাল নিবন্ধনে বাল্যবিয়ে, কাজী ও কনের মাকে জরিমানা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:৩৯ পিএম

জাল নিবন্ধনে বাল্যবিয়ে, কাজী ও কনের মাকে জরিমানা

ফরিদপুরের সদর উপজেলায় জাল জন্মনিবন্ধনের মাধ্যমে ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কনের মা ও কাজীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার ভিন্ন সময়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাকে ২০ হাজার কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এসব অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, গত ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সি এক কিশোরীর বয়স বাড়িয়ে জালিয়াতির মাধ্যমে বিয়ে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে কনের বাড়িতে যান ইউএনও। সেখানে গিয়ে তথ্য যাচাই করেন তিনি। পরে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রাত ৯টার দিকে শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজী অফিসে অভিযান চালানো হয়। এ সময় নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসানকে (৪৮) বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন, ‘কিশোরীর বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ার সত্যতা পাওয়ায় কনের মা ও কাজীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জেলা রেজিস্ট্রার বরাবর কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম