Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৪:১৪ পিএম

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ছবি : যুগান্তর

রাজশাহীতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার রাশেদ মিয়া (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে পাবনার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাবনার র‌্যাব-১২ এর সিপিসি-২ ও র‌্যাব-৫ এর রাজশাহীর যৌথ দল।

গ্রেফতারকৃত রাশেদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫।

এতে বলা হয়, গ্রেফতার হওয়া রাশেদ ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে রাশেদ ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ নিয়ে পরদিন থানায় একটি মামলা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রাশেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেদকে গ্রেফতার করে শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম