শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামাইয়ের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার
কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হারুন-উর রশিদ বলেন, সাত বছর আগে ওই গ্রামের আলিমুদ্দিনের
মেয়ে নাহিদা বেগমের সঙ্গে বিয়ে হয় মজনু মিয়ার। সেই থেকে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে
রয়েছেন তিনি। জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী, আবার কখনো মিস্ত্রির সহকারী হিসেবে
কাজ করতেন।
মজনু মাদকাসক্ত ছিলেন বলে জানান এ ইউপি সদস্য।
নিহতের স্ত্রীর বরাতে হারুন-উর রশিদ বলেন বলেন, শনিবার রাত সাড়ে ১০টার
দিকে খাবার খেয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন মজনু। রাতের কোনো এক সময় সবার অগোচরে আম
গাছে ফাঁস নেন তিনি। রোববার সকালে মজনুর শাশুড়ি বাড়ির সামনে আমগাছের ডালে জামাইকে ঝুলন্ত
অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হলে
পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা।
