Logo
Logo
×

সারাদেশ

দোহারে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:২৭ পিএম

দোহারে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ৩

ছবি : যুগান্তর

ঢাকার দোহারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা, ১৬টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির তিন লাখ ৮৫ হাজার টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

রোববার (২২ জুন) রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে এ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ শহীদ (৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)।

দোহার থানার পরিদর্শক (তদন্ত) মো. নুর নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক ও অস্ত্র। পরে তিনজনকে দোহার থানায় হস্তান্তর করা হয়।

শহীদ ও তার ভাইয়ের নামের থানায় মাদকের মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম