ছদ্মবেশে ১১ বছর পালিয়ে থেকেও লাভ হলো না ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামির
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার গাবতলীতে একটি অপহরণ মামলায় শামসুল হক (৬০) নামে এক আসামির চার বছরের সাজা হয়েছিল। গ্রেফতার ও সাজা থেকে বাঁচতে ছদ্মবেশে দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও তিনি রেহাই পাননি।
পুলিশ শনিবার রাতে তাকে বগুড়া শহরের নারুলী এলাকা থেকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গাবতলী থানার ওসি সেরাজুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, শামসুল হক বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামের কিনা প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী থানায় একটি অপহরণ মামলা হয়। আদালত গত ২০১৪ সালে শামসুল হককে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে সাজা ও গ্রেফতার এড়াতে তিনি দাড়ি রেখে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। কিছুদিন ধরে তিনি জয়পুরহাটের একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। শামসুল হক শনিবার রাতে গোপনে মাস্ক পরে বগুড়া শহরের নারুলী এলাকায় এক আত্মীয় বাড়িতে আসেন। এ সাজা ছাড়াও তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ছিল।
গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শামসুল হকের অবস্থান নিশ্চিত হওয়া যায়। এরপর শনিবার রাতে নারুলী এলাকার আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
