এইচএসসির প্রশ্নপত্র ইস্যুতে ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:০২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর ধামইরহাট থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। থানায় রক্ষিত এইচএসসি প্রশ্নপত্রের বাক্স খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় ওই চারজনকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।
রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) শরিফুল ইসলাম
এ তথ্য নিশ্চিত করেছেন।
ধামইরহাট থানা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, ওসি আব্দুল
মালেক, কনস্টেবল রেজুয়ানুর রহমান, আতিকুর রহমান ও মেহেদী হাসান।
এএসপি শরিফুল ইসলাম জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বেশ
কয়েকটি বাক্স ধামইরহাট থানা হেফাজতে রাখা হয়। প্রশ্নপত্রের বাক্সগুলো থানার মালখানা
কক্ষে রাখার কথা। কিন্তু, কয়েকটি বাক্স আসামি রাখার হাজতখানা ঘরে রাখা হয়েছিল। ওই হাজতখানায়
গত মঙ্গলবার রাতে মাদক মামলার এক আসামিকে রাখা হয়। গভীর রাতে ওই আসামি বাক্সের সিলগালা
উঠিয়ে তালা খুলে ফেলেন। বাক্সের ভেতরে প্যাকেটবন্ধ অবস্থায় থাকা প্রশ্নপত্র বের করে
ছড়িয়ে ছিটিয়ে ফেলেন হাজত ঘরের মধ্যে। কয়েকটি ছিঁড়েও ফেলেন। পরদিন সকালে থানার কর্তব্যরত
অফিসারের নজরে আসে বিষয়টি।
ঘটনা জানার পর ওই দিন থানার হাজত পাহারার দায়িত্বে নিয়োজিত একজন এসআই
ও একজন কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রোববার থানার ওসিসহ আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার
করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি
করা হয়েছে।
এএসপি শরিফুল ইসলাম বলেন, ‘থানা হাজতে থাকা অবস্থায় যে ব্যক্তি প্রশ্নপত্রের
বাক্স খোলেন তাকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল। সরকারি সম্পদ
বিনষ্টের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা করেছে ধামইরহাট থানা পুলিশ। গত
বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’
এদিকে, থানায় রক্ষিত প্রশ্নপত্রের বাক্স খোলা পাওয়ার ঘটনায় রাজশাহী শিক্ষা
বোর্ডের আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করার সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘ইতিহাস
বিষয়ের যে সেটটি থানায় নষ্ট হয়েছে, সেটিতে আর পরীক্ষা নেওয়া হবে না। রাজশাহী বিভাগের
আট জেলায় আগামী ১৯ জুলাই বিকল্প সেটে পরীক্ষা নেওয়া হবে।’
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন জানান, ওই বাক্সে ৫০টি প্রশ্ন
ছিল। সবকটিই উদ্ধার করা হয়েছে। কয়েকটি ছেঁড়া থাকলেও কোনো প্রশ্নপত্র হারিয়ে যায়নি।
