Logo
Logo
×

সারাদেশ

সড়কের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

Icon

চাঁপাইনবাবগঞ্জ (নাচোল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০১:৩৪ পিএম

সড়কের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতেপুর ইউপির পারিলা গ্রাম থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে পারিলা গ্রামে রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, লাশটির ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় যাচাইয়ে কাজ চলছে।  এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম