Logo
Logo
×

সারাদেশ

ক্ষতিগ্রস্ত রেললাইন, ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি নিল কর্তৃপক্ষ

Icon

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম

ক্ষতিগ্রস্ত রেললাইন, ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি নিল কর্তৃপক্ষ

পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের একটি অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ট্রেন পার করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা ফেলে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার করানোর ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের পাশেই এই ক্ষতিগ্রস্ত অংশ ধরা পড়ে রেল কর্তৃপক্ষের নজরে। এতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অস্থায়ীভাবে কিছুটা মেরামত করে পাটের বস্তা ফেলে ঝুঁকি নিয়ে ট্রেনটি পার করা হয়।

জানা গেছে, গত কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া স্টেশনের পশ্চিম পাশে প্রায় ৫০০ ফুট রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। এই কাজ চলার সময় লাইনের একাংশ ভেঙে দেবে পড়ে। রেললাইনের নিচে মাটি সরে গিয়ে তৈরি হয় ফাঁকা জায়গা, যা ট্রেন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

মঙ্গলবার সকালেই রেলকর্মীরা বিষয়টি নজরে আনেন এবং তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে অস্থায়ী মেরামতের মাধ্যমে পাটের বস্তা ফেলে পার করানো হয়। এ সময় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা পরিস্থিতির ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

রেললাইনের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় এতটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করানোয় প্রশ্ন উঠেছে রেল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে। সামান্য সময় সাশ্রয়ের জন্য এত বড় একটি আন্তঃনগর ট্রেনকে এমন ভঙ্গুর লাইনে পার করানো ছিল বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু সময় ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেন পার করা হয়। বর্তমানে স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তবে স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার করানোর সিদ্ধান্ত ছিল অত্যন্ত অদূরদর্শী এবং প্রাণঘাতী ঝুঁকি বহনকারী। এমন ঘটনাগুলো ভবিষ্যতে বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে; যার দায় এড়ানোর সুযোগ থাকবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম