Logo
Logo
×

সারাদেশ

ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:৩২ পিএম

ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ঘরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ শাকিব হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সোমবার রাতে তাকে উপজেলার সিঁধইল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, আসামি শাকিব হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিঁধইল গ্রামের সামসুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার গৃহবধূর ছেলে চাকরির কারণে স্ত্রী নিয়ে বাহিরে থাকেন। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে।

গত ১৩ জুন শুক্রবার তার স্বামী বাড়িতে ছিলেন না। রাত সাড়ে ৩টার দিকে শাকিব হোসেন কৌশলে টিনের জানালা খুলে ঘরে ঢোকেন। এরপর ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূ ঘুম থেকে জেগে চিৎকার দিলে শাকিব পালিয়ে যান। এ ব্যাপারে ওই গৃহবধূ নন্দীগ্রাম থানায় শাকিবের বিরুদ্ধে মামলা করেন।

নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, সোমবার রাতে গোপনে খবর পেয়ে সিঁধইল গ্রাম থেকে আসামি শাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম