Logo
Logo
×

সারাদেশ

ধুনটে আ.লীগ নেতা চেয়ারম্যান রশিদ গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম

ধুনটে আ.লীগ নেতা চেয়ারম্যান রশিদ গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির মামলায় আওয়ামী লীগ নেতা ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ সেলিমকে (৫০) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে তাকে খাদুলী গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, হারুনর রশিদ সেলিম বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের মালেক উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

২০২৩ সালের ৭ জুন ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা হয়। এ ব্যাপারে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে ১৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তদন্তে পাওয়া আসামি হারুনর রশিদ সেলিম। 

মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম