খেলার সময় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খেলা করার সময় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে চাচাতো ভাই।
মেয়েটির মা মঙ্গলবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
ধর্ষিতা মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় দিনমজুর।
ধর্ষিতা মেয়েটির মা বলেন, আমার মেয়ে গত ১৭ জুন বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে ওর চাচাতো ভাই জাকির হোসেন (১৮) ডেকে তাদের ঘরে নিয়ে যায়। এরপর নানা ভয়ভীতির মুখে জাকির আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে আমার মেয়ে বিষয়টি আমাদের কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে আমার মেয়ে গত রোববার আমাদের কাছে সব খুলে বলে।
মেয়েটির মা আরও বলেন, মুমূর্ষু অবস্থায় আমার মেয়েকে প্রথমে স্থানীয় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।
তিনি বলেন, ঘটনা জানার পর গতকাল সোমবার সাটুরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে এক আত্মীয়ের সহায়তায় মঙ্গলবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি।
মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি হুমায়ুন কবির বলেন, মেয়েটির মা ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে দিয়েছেন।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
