অরক্ষিত রেলক্রসিংয়ে মোটরসাইকেল, কাটা পড়ে ২ আরোহী নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:৫৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর সদর উপজেলায় কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদরের পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সন্তোষ (৫০) সদরের দলুয়ার চাওড়া বড়গাছা এলাকার শ্রীকাল্টুর ছেলে ও একই এলাকার শেল্টু ছেলে ভবেশ।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুল নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে ওই ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে রেলক্রসিংয়ে কোনো গেইট নেই। মোটরসাইকেল আরোহী দুজন অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ওসি।
