Logo
Logo
×

সারাদেশ

বুড়ি নদীতে দুই নৌকার চাপায় কিশোরের মৃত্যু

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:০৯ পিএম

বুড়ি নদীতে দুই নৌকার চাপায় কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বুড়ি নদীতে গোসল করতে গিয়ে দুই নৌকার মাঝখানে চাপা পড়ে লামিম খান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লামিম খান (১৪) নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া দক্ষিণপাড়া খাঁ বাড়ির সিএনজিচালক মো. হানিফ মিয়ার একমাত্র ছেলে।

নিহত লামিমের চাচাতো ভাই মো. আমির জানান, প্রতিদিনের মতোই লামিম বুধবার দুপুরে নবীনগর বুড়ি নদীতে গোসল করতে যায়। গোসল শেষে মাঝিকাড়া নৌকা ঘাটের একটি নৌকার উপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী নৌকা সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই নৌকার মাঝখানে চাপা পড়ে লামিম গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায়  তাকে প্রথমে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক লামিমের উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লামিমকে মৃত ঘোষণা করেন।

লামিম ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা সিএনজিচালক মো. হানিফ মিয়া ও তার মা। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম