Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৯:৩৩ পিএম

ট্রেনে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। 

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার কাজিরগাঁও গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে বাদশা মিয়া, নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে আব্বাস মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোল্লাকান্দি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে হাসান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের সানু মিয়ার ছেলে মোজাম্মেল হক সাগর। এরা সবাই আখাউড়া স্টেশন এলাকার ভাসমান ভাড়াটিয়া। 

ওসি জানান, গ্রেফতাররা রেলপথে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী, পকেটমার, মোবাইল ফোন চোর ও প্ল্যাটফর্মের ভ্রাম্যমাণ অপরাধী। স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। 

আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলকারী বিভিন্ন মেইল ও আন্ত:নগর ট্রেনযাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত তারা। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে ওসি জানান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম