Logo
Logo
×

সারাদেশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৯:৪১ পিএম

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বেদে সম্প্রদায়ের লোকজন নিয়ে বরিশালের উদ্দেশে যাওয়া একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বরিশালগামী বেপরোয়া গতির ট্রাকটি দুর্ঘটনাস্থল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে পড়া ট্রাকের যাত্রী বেদে সম্প্রদায়ের ২৩ জনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে প্রেরণ করে।

বিপুল হোসেন আরও বলেন, হাসপাতালে পাঠানো ২৩ জনের মধ্যে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। নিহতদের পরিচয় জানা যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম