যুগান্তরে সংবাদ প্রকাশের পর চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদলি
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তরে সংবাদ প্রকাশের পর যমুনায় মাছ ধরতে জেলেদের কাছ থেকে মাসোহারা কাণ্ডে বিতর্কিত সিরাজগঞ্জের চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গাজী মিজানুর রহমানের বদলি হয়েছে।
বৃহস্পতিবার এক অফিস আদেশে গাজী মিজানুর রহমানকে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বরিসুর নৌ-পুলিশ ফাঁড়িতে (ঢাকা অঞ্চল) বদলি করা হয়।
এদিকে যমুনা নদীতে মাছ ধরতে জেলেদের কাছ থেকে মাসোহারা গ্রহণের অভিযোগ ওঠে গাজী মিজানুর রহমানের বিরুদ্ধে। এছাড়া নিরীহ জেলেদের হয়রানিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
এ নিয়ে ২০ জুন দৈনিক যুগান্তরে ‘চৌহালীর নৌ-পুলিশের ওসির চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। খবরটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় নৌ-পুলিশের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান নৌ-পুলিশের টাঙ্গাইল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির আকন্দ জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে। সঠিক সময়ে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে। তবে মিজানের বদলি কেন হয়েছে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য নেই।
এ বিষয়ে জানতে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গাজী মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হয়। তবে সাংবাদিক পরিচয় পেয়ে কথা শোনা যাচ্ছে না বলে ফোন কেটে দেন। তাই মন্তব্য নেওয়া যায়নি।
