|
ফলো করুন |
|
|---|---|
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোরের দিকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝামাঝি গেট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
পুশইন করা ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ জেলার টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), খুলনার দৌলতপুরের আমিনুল ইসলাম (২৮), নড়াইল জেলার আবেজান খাতুন (৪০), জামালপুরের ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬), শিশু রহিম (৫) ও রোহান (৩)।
পুশইন করা ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এক বছর আগে তাদের আটক করে কারাগারে প্রেরণ করে। বুধবার তারা কারামুক্ত হলে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ বন্দুকের নলের মুখে তাদের সীমান্তের গেট দিয়ে ঠেলে দেয়, সেখান থেকে বের হয়ে আসার সময় আমাদের বিজিবি আটক করে।
গাংনী সীমান্তের রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, পুশব্যাক করা আটজনের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।
