প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় বাদশা মন্ডল (৫৫) নামে ব্যাটারিচালিত অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার টিএমএসএস সিরামিক ফ্যাক্টরির সামনে লিচুতলা-নিশ্চিন্তপুরগামী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মন্ডল উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টিএমএসএস
সিরামিক ফ্যাক্টরির একটি ট্রাক পাকা রাস্তায় উঠছিল। এ সময় লিচুতলার দিক থেকে আসা অটোভ্যানকে
ধাক্কা দেয় ট্রাকটি। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই
মারা যান অটোভ্যান চালক বাদশা মন্ডল। উপস্থিত জনগণ ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার
পালিয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, নিহতের লাশ পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে
মামলা হয়েছে।
