Logo
Logo
×

সারাদেশ

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

জেলার শেরপুরের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের খবর পেয়ে শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বাল্যবিয়ের দায়ে কনে ও বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জানা গেছে, উপজেলার কামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের মহোরম আলীর ছেলে রাকিবুল হাসানের (২০) সঙ্গে শুক্রবার রাত ১১টার দিকে একই গ্রামের আনোয়ার হোসেনের শিশুকন্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রী  আয়েশা হালিমাকে (১২) বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 

এ সময় ইউএনও আশিক খান তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেন। 

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ১৫দিনের জেল ও ৮ ধারায় কনে ও বরপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান কনের পরিবারের প্রতি তার পড়ালেখা অব্যাহত রাখার নির্দেশ দেন এবং বিষয়টি নিবিড়ভাবে তদারকির জন্য স্থানীয় শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম